নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে চেয়ারম্যান প্রার্থী শফির পক্ষে সমর্থন জানালেন মাসুম আলী খান

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নাটুদাহ ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে তালগাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চারুলিয়া গ্রামের কৃতীসন্তান তরুণ সমাজসেবক শফিকুল ইসলাম শফির পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে চারুলিয়ার নয়নেরচারা মোড়ে নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল আলম মাস্টারের সভাপতিত্বে ওই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সাহেবী টুপি প্রতীক নিয়ে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুলালনগর গ্রামের মাসুম আলী খান নিজ পক্ষের কর্মী-সর্মকদের সাথে নিয়ে হাজির হন এবং নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফির তাল তুলে ধরে সমর্থন জানান। পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমার চেয়ে তালগাছ প্রতীক নিয়ে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম শফি অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে। তার জয় সময়ের ব্যাপার মাত্র। এলাকার মঙ্গলের কথা বিবেচনা করে আমি তার পক্ষে সমর্থন জানাচ্ছি। চারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফি, মাও. নাসির উদ্দিন মাস্টার, বিএনপির চারুলিয়া গ্রাম কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, ফেরদৌস মাস্টার, সিদ্দিকুর রহমান, হাবিবুর রহমান হবি, আবুল কাশেম প্রমুখ ওই নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন।

Leave a comment