স্টাফ রিপোর্টার: পুরোনো ঢাকার তাঁতিবাজারে ৩০ লাখ টাকাসহ দু হুন্ডিব্যবসায়ী ও তিন পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- হুন্ডিব্যবসায়ী চাঁন মিয়া (৪০), আমান (৩৭) ও ক্যান্টনমেন্ট থানার এসআই আব্দুল কাইয়ুমসহ দু পুলিশ কনস্টেবল। লালবাগ বিভাগের উপকমিশনার হারুন-অর-রশিদ জানান, দু হুন্ডিব্যবসায়ী টাকা নিয়ে তাঁতিবাজারের দিকে হেটে যাচ্ছিলেন। এ সময় ক্যান্টনমেন্ট থানার সিভিল টিম তাদের তল্লাশি করলে তারা চিত্কার করে। পরে আশপাশের লোকজন হুন্ডিব্যবসায়ী ও ওই পুলিশ সদস্যদের আটক করে। পরে হুন্ডিব্যবসায়ীদের কোতয়ালী থানা পুলিশের হেফাজতে দেয়া হয় এবং তিন পুলিশ সদস্যকে ক্যান্টনমেন্ট থানায় রাখা হয়েছে।