এসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে মুন্সিগঞ্জ সংহতি সংঘ জয়ী

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে অনুষ্ঠিত এসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ৩৫ রানে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরিকে পরাজিত করে। গতকাল শুক্রবার দুপুরে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত খেলায় টস জিতে মুন্সিগঞ্জ সংহতি সংঘ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে কাজী সুমন ৫৮ বলে অপারজিত ১০০ রান করে। ২২৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে পল্লব ৭৪ রান করেন। মুন্সিগঞ্জ সংহতি সংঘের কাজী সুমন ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট দখল করে। বিজয়ী দলের কাজী সুমনকে আমঝুপি পাবলিক ক্লাবের সহসভাপতি মতিউল আশরাফ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন ।

Leave a comment