স্টাফ রিপোর্টার: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দু কারারক্ষীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) একটি দল। গতকাল শনিবার দুপুর তিনটার তাদের আটক করা হয়। র্যাব-৮’র এএসপি সুমন দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে শহরের মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফরিদপুর জেলা কারাগারে কর্মরত দু কারারক্ষীকে একটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিনসহ আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান ও আশরাফুল ইসলাম। তারা যথাক্রমে গোপালগঞ্জ ও ঢাকার ধামরাইয়ের বাসিন্দা। ধারণা করা হচ্ছে, কারাগারে দায়িত্ব পালনের সময় বড় ধরনের অস্ত্র ব্যবসায়ীর সাথে তাদের যোগাযোগ হয়। এরপর থেকে গ্রেফতারকৃতরা অস্ত্রব্যবসা করে আসছেন। ফরিদপুর কারাগারের ভারপ্রাপ্ত জেলার হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।