মাথাভাঙ্গা মনিটর: এক দল রয়েছে অদম্য রূপে; আরেকটি রীতিমতো ধুঁকছে। এবার কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই মেরুতে থাকা এই দুই দল নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জেতা ব্রেন্ডন ম্যাককালামের দল আক্রমণাত্মক ব্যাটিং করেই এগিয়ে যেতে চায়। আর জ্যাসন হোল্ডারের দলের আছে জয়ের জন্য দৃঢ় সংকল্প। শনিবার ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে সহ-আয়োজক নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
আক্রমণাত্মক কিউদের সামনে সংকল্পবদ্ধ উইন্ডিজ
