দুটি করিমনের মুখোমুখি সংঘর্ষে একটির চালক হোগলডাঙ্গার হাসিবুল মৃত্যুশয্যায়

স্টাফ রিপোর্টার: শ্যালোইঞ্জিনচালিত অবৈধ দুটি যান করিমনের মুখোমুখি সংঘর্ষে একটির চালক হাসিবুল (২৫) গুরুতর জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদার হোগলডাঙ্গা-হেমায়েতপুর সড়কের মধ্যবর্তী মাঠে এ দুর্ঘটনা ঘটে।

আহত হাসিবুল দামুড়হুদা হোগলডাঙ্গার আনিছুর রহমানের ছেলে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় ও পায়ে গুরুতর আঘাত পাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। কর্তব্যরত চিকিৎসক এ মন্তব্য করে গতরাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসিবুল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো। তার মাথার হাড় ভেঙে ভেতরের অংশ বেরিয়ে আসার উপক্রম হয়েছে।

Leave a comment