স্টাফ রিপোর্টার: কারাগারে আটক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি চাইলেন তার স্ত্রী মেহের নিগার। গতকাল বৃহস্পতিবার তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে তাকে দ্রুত মুক্তির দাবি জানান। মেহের নিগার বলেন, হাসপাতালের সিসিইউতে ভর্তি হওয়া থেকেই বোঝা যায় একজন অসুস্থ মানুষের সাথে রিমান্ডের নামে কী ধরনের আচরণ করা হয়েছে। আমরা তার প্রাণহানির আশঙ্কা আছি। এ জন্য তাকে জামিনে মুক্তি দেয়ারও আবেদন জানাচ্ছি। মান্নার স্ত্রী বলেন, ইতোমধ্যে পরপর দুটি মামলা দিয়ে তাকে ২০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। ১০ দিনের প্রথম রিমান্ডের সময় তার সাথে সাক্ষাৎ ও ওষুধপত্র দেয়ার কোনো সুযোগ দেয়া হয়নি। তার বুকে তিনটার ব্লক ধরা পড়েছে। সম্প্রতি গ্রেফতার ও মানসিক নির্যাতনের কারণে তার হার্টের পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। তিনি বলেন, আমরা সরকারের কাছে মান্নার শরীরের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ও সুচিকিৎসার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। আমরা তাকে কারাগারে হস্তান্তরের পর ডিভিশনের আবেদন জানান। মেহের নিগার বলেন, ফোনালাপে তার কথা বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে যা আমাদের ব্যথিত করেছে। কারান্তরালে মান্নার সুচিকিৎসা ও আইনানুগ সুযোগ সুবিধা নিশ্চিত থাকলে তিনি সুস্থ হয়ে দেশসেবায় রাজনীতিতে সক্রিয় থাকতে পারবে। এজন্য তাকে জামিনে মুক্তি দেয়ার আবেদন জানাচ্ছি। সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্নার মেয়ে নিলম মান্না ছাড়াও নাগরিক ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে বৃহস্পতিবার মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
মান্নার মুক্তির দাবি করলেন তার স্ত্রী
