রোহিত শর্মা ও সুরেশ রায়নাকে আটকানোর পরিকল্পনা কী ছিলো?

স্টাফ রিপোর্টার: আসলে আমরা সব কিছু চেষ্টা করেছি। আসলে সেট ব্যাটসম্যানদের তাদের সার্কেলে আটকানো কিছুটা কঠিন হয়ে যায়। আর উইকেটটাতো খুব ভালোই ছিলো। আমরা জানিযে আগে ব্যাট করলে ২৭০/২৮০ রান হতে হারে। আর একটু বাজে বোলিং করলে তিনশো রান হতে পারে। আমরা যেটা শ্রীলঙ্কার ম্যাচে দেখেছি। আমার মনে হয় আমরা ২০ থেকে ৩০টা রান বেশি দিয়েছি। কিন্তু আমার মনে হয় ঐই সময় আসলে যা কিছু ট্রাই করার দরকার ছিলো সবাই সেটাই করেছে। কিন্তু সফল হইনি। রায়না এবং রোহিতের জুটিটা ভাঙতে পারলে মোমেনটামটা আমাদের দিকে চলে অসাতো। যেটা হয়নি। নিজের ভবিষ্যত নিয়ে কিছু চিন্তা করছেন। ইনজুরি নিয়ে বিশ্বকাপ খেলেছেন অধিনায়কত্ব কি চালিয়ে যাবেন? আমি যেহেতু টেস্ট ক্রিকেট খেলছি না ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার চিন্তা আছে। আর অধিনায়কত্ব নিয়ে তো আমার বলার কিছু নেই। আসলে আমাদের আসলে পরপর কয়েকজন অধিনায়ক পরিবর্তন হয়েছেন। ক্যাপটেনসি আমাদের জন্য কখনই কোন ইস্যু ছিলো না। এখনও নাই। যেই করুকনা কেন, সমস্যা নেই। আমরা আসলে সে ধরনের টিম হইওনি, যে আমাদের ঐই সব নিয়ে ভাবতে  হবে। আমাদের কাজটা হলো ভালো খেলা। দলীয় খেলার মান বাড়ানো। যতটা সম্ভব আরো ভালে খেলা। বেশি ম্যাচ জেতা। আমারা আসলে বাহিরের বাড়তি ভাবনা নিয়ে এতটা ভাবি না।

Leave a comment