সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ঘোষণা তিউনিসিয়ার

 

মাথাভাঙ্গা মনিটর: তিউনিসিয়ার এক জাদুঘরে বন্দুকধারীদের হামলায় ২২ জন নিহত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট বেজি কাইদ এসেবসি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এ হত্যাকাণ্ডকে বিভৎস উল্লেখ করে তিনি বলেছেন, এর সাথে জড়িতদের কোনো ধরনের দয়া দেখানো হবে না। মিস্টার এসেবসি আরও বলেন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে আছি। সংখ্যালঘু এ দানবগোষ্ঠী তিউনিসিয়ার মানুষকে ভয় দেখাতে পারবে না। এ ধরনের সন্ত্রাসের শেষ না দেখা পর্যন্ত তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তিনি। রাজধানী তিউনিসের বার্ডো জাদুঘরে বন্দুকধারীদের হামলায় নিহতদের মধ্যে জাপান, কলাম্বিয়া, অস্ট্রেলিয়া, ইতালি ও স্পেনের নাগরিক রয়েছে বলে জানা গেছে। বন্দুকধারীরা এ জাদুঘরে অনেক পর্যটককে জিম্মি করে রেখেছিলো। নিরাপত্তা বাহিনীর সাথে লড়াইয়ে দু বন্দুকধারীও নিহত হয়। আহত হয় ৪০ জনের বেশি।

Leave a comment