মাথাভাঙ্গা মনিটর: সুইডেনের দ্বিতীয় বৃহত্তম নগরী গোথেনবুর্গে কালাশিনকভ সজ্জিত দু ব্যক্তির হামলায় অন্তত ২ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, টেলিভিশনে ফুটবল দেখার সময় গোথেনবুর্গের ভার ক্রোর্গ ওস নামের পাবে এ হামলা চালানো হয়েছে। খুবই দ্রুত ঘটনা ঘটে গেছে বলে জানিয়েছেন অন্য প্রত্যক্ষদর্শী। পাবটিতে ঢোকার মুখেই একজন মারা যায়। পুলিশ বলেছে, স্থানীয় অপরাধ চক্রের নিজেদের মধ্যে বিবাদের কারণে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে সুইডিশ পুলিশের মুখপাত্র উলাম ব্রিহেম জানিয়েছেন। অবশ্য এ পর্যন্ত কোনো ব্যক্তিকে আটক করে নি পুলিশ।