পরকীয়া প্রেমে উৎসাহ দেয়ায় ডেটিং সাইটের বিরুদ্ধে মামলা

মাথাভাঙ্গা মনিটর: ফ্রান্সে বিবাহিত মহিলাদের পরকীয়া প্রেমে উৎসাহিত করার অভিযোগে একটি ডেটিং ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করেছে ক্যাথলিক খ্রিস্টানদের কয়েকটি সংগঠন। তবে গ্লিডেন নামের ডেটিং সাইটটি বলছে, তারা কাউকে অবিশ্বস্ত হতে জবরদস্তি করছে না। কিন্তু এ ডেটিং ওয়েবসাইটের আশি শতাংশ গ্রাহকই হচ্ছে বিবাহিত। গ্লিডেন কথিত পরকীয়া প্রেমে উৎসাহ যোগাতে যেসব বিজ্ঞাপন প্রচার করেছে, তার একটিতে দেখা যায় বিয়ের পোশাক করা এক মেয়ে পেছনে দু হাত লুকিয়ে রেখেছে। ম্যাগাজিনটি এ বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ফ্রান্সের কোনো আইন ভেঙেছে কি-না, এখন সেই সিদ্ধান্ত নেবেন আদালত।

Leave a comment