স্টাফ রিপোর্টার: সৌদি আরবের আকাশে গতকাল শনিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ১৪ অক্টোবর আরাফাহ ও ১৫ অক্টোবর ঈদ-উল আযহা উদযাপিত হবে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সৌদি আরবের রাজকীয় আদালতের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। রাজকীয় আদালতের তথ্যমতে, গতকাল শনিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৫ অক্টোবর ঈদ-উল আজহা বা কোরবানির ঈদ পালন করবেন মুসলমানরা। বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজিরা এদিন মক্কায় ঈদ উদযাপনের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। হাজিরা আগের দিন অর্থাত ১৪ অক্টোবর আরাফাতের ময়দানে অবস্থান করবেন।