আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে ৪২তম গ্রীষ্মকালীন আন্তঃ বিদ্যালয় ও মাদরাসা পর্যায়ের ফুটবল, কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতায় গতকাল আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত ফুটবলে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় শালিকা মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে। দিনের অপর খেলায় উপজেলা পর্যায়ে কাবাডি খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৪৭-৬ পয়েন্টে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে প্রথমস্থান অধিকার করে।