হতদরিদ্র ও ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান করলেন এমপি আলী আজগার টগর

 

দর্শনা অফিস: হতদরিদ্র ও বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে চেকপ্রদান করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের সাড়ে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে ৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে। এ সময় উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, মামুন শাহ, আমিরুল ইসলাম, ফয়সাল, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি প্রমুখ।

Leave a comment