দর্শনা অফিস: দর্শনা পুরাতন বাজারের ব্যবসায়ীদের আন্দোলনের ফসল হিসেবে নির্বাচনের দিনক্ষণ ঠিক হলেও অবশেষে তা স্থগিত করা হয়েছে। টানা ৩০ বছর পর কমিটি ভেঙে আহ্বায়ক কমিটির গঠনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া করা হয়। নির্বাচন পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আগামী ৩ এপ্রিল নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করে তফশিল ঘোষণা করে। নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সময় স্বল্পতা এবং স্বচ্ছ ত্রুটি মুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে না পারায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে যখন সরগরম অবস্থা বিরাজ করছে ঠিক তখনই ভোটার তালিকার বাহানা তুলে নির্বাচন স্থগিত করলো নির্বাচন কমিশন। এতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত নির্বাচনের দাবি তুলেছেন ব্যবসায়ীরা।