বাংলাদেশ-ভারত বিশ্বকাপ ক্রিকেট খেলায় বাংলাদেশ দলকে সমর্থন ও শুভেছা জানিয়ে আলমডাঙ্গায় এক বর্ণাঢ্য পতাকা মিছিল

 

আলমডাঙ্গা ব্যুরো: বাংলাদেশ-ভারত বিশ্বকাপ ক্রিকেট খেলায় বাংলাদেশ দলকে সমর্থন ও শুভেচ্ছা জানিয়ে গতকাল বিকেলে আলমডাঙ্গায় এক বর্ণাঢ্য পতাকা মিছিল বের করা হয়। ৯ শতাধিক যুবক মোটরসাইকেলে বাংলাদেশের জাতীয় বহন করে ওই মিছিলে যোগ দেয়। সাংবাদিক আনোয়ার হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক জহুরুল ইসলাম স্বপনের নেতৃত্বে এ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। এ সময় মোটরসাইকেলে পতাকা মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুলীগের যুগ্মআহবায়ক সাবেক পৌর কাউন্সিলর শাহিন রেজা শাহিন, জুয়েলার্স সমিতির সহসভাপতি ও সনাতন সম্প্রদায়ের যুবনেতা বিশ্বজিৎ সাধু খা, সনাতন সম্প্রদায়ের যুবনেতা পলাশ, যুবলীগ নেতা শেখ মুনিরুল ইসলাম, ডা. খলিলুজ্জামান, আব্দুল্লাহ-আল-আমিন, যুবলীগ নেতা ফারুক হোসেন, শিবলী, পাইলট, সোহেল, উজ্জ্বল, উত্তম ঘোষ, সুরঞ্জন, সবুজ, তপু, আরাফাত, শ্যামলসহ আলমডাঙ্গা শহরের শতাধিক মোটরসাইকেলে করে যুবসমাজ বাংলাদেশের পতাকা নিয়ে আনন্দ মিছিল করে।

Leave a comment