খবর:(নবগঠিত নাটুদাহ ইউপি নির্বাচনে গণসংযোগ ও পথসভা)
ভোটের সময় প্রার্থী মিটিং করেন
মুরব্বিদের হাত-পা চেপে ধরেন
গভীররাতে পাড়ায় পাড়ায় হাঁটেন
ভোটার যারা তাদের খুবই চাটেন।
ভোটের সময় কান্দে ওদের পরান
দুঃখ পেলে চোখের পানি ঝরান
উন্নয়নের বুলি খালি ছিটান
আমজনতার ওপরে হয় কী টান!
ভোটের পরে উল্টো আওয়াজ তোলেন
রিলিফ টিআর মেরে বেজায় ফোলেন
ডাঁটের মাথায় বসে আনি ভাজেন
ভোটের আগে সবাই সাধু সাজেন।
-আহাদ আলী মোল্লা