চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ভুলটিয়া বাজারের অদূরে দুর্ঘটনা!
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের নবীননগরের জহুরুল ইসলামকে (৩৮) রাস্তার পাশ থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকিল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। গতরাত ৮টার দিকে তাকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ভুলটিয়া বাজারের অদূরে রাস্তার পার্শ্ববর্তী স্থান থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকারী ভাটাশ্রমিকদের ধারণা, ভুলটিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি নবীননগর ফেরার পথে মিনি ট্রাকের সাথে ধাক্কা মেরে গুরুতর জখম হয়ে রাস্তার পাশে আছড়ে পড়েন। জ্ঞান না থাকায় সেখানেই পড়ে ছিলেন তিনি। মুখে ছিলো মদের তীব্র গন্ধ। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতরাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। রাতেই তাকে তার নিকটজনেরা রাজশাহী মেডিকেল কলেজের উদ্দেশে নেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জহুরুল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। তিনি নবীননগর পূর্বপাড়ার আজমত আলীর ছেলে। তার পায়ে ও মাথায় গুরুতর আঘাত।
জহুরুলের সাথে থাকা নিকটজনেরা বলেছেন, জহুরুল ইসলাম এক সময় ট্রাকচালক ছিলো। বেশ কিছুদিন ধরে সে ভুলটিয়ার বাজারে বালির দোকান দিয়ে ব্যবসা শুরু করে। সেখান থেকেই মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে রাস্তার পাশে লুটিয়ে পড়ে। রাস্তায় তখন তেমন লোকজন না থাকায় সেখানেই পড়ে ছিলো। পরে ভাটার শ্রমিকেরা বাড়ি ফেরার সময় দেখে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করে। বাড়ি খবর দেয়।