হরতাল বাড়লো ৪৮ ঘণ্টা

স্টাফ রিপোর্টার: অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি দেশব্যাপি চলমান ৭২ ঘণ্টার হরতাল বাড়িয়ে ১২০ ঘণ্টা করেছে ২০ দলীয় জোট। ৪৮ ঘণ্টা বাড়ানোয় রোববার সকাল ৬টায় শুরু হওয়া এ হরতাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে। একই সাথে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে তারা। এদিকে একের পর এক হরতাল ও লাগাতার অবরোধে অস্থিরতা বাড়লেও বিরক্ত সাধারণ মানুষও। হরতালে চুয়াডাঙ্গা-মেহেরপুরে তেমন সাড়া নেই। রাস্তায় পিকেটরদেরও দেখা মিলছে না। যদিও দেশের চলমান পরিস্থিতির নিরসন প্রত্যাশি আম জনতা।

গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব ও ২০ দলের মুখপাত্র বরকতউল্লাহ বুলু এ ঘোষণা দেন। বিবৃতিতে বুলু বলেন, দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসন করতে এবং জনগণের ভোটের অধিকারসহ অন্যান্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন আলোচনার প্রস্তাব দিয়েছেন। সুশীল সমাজ, পেশাজীবীসহ দেশের প্রায় সকল গণতান্ত্রিক মহল এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টির মাধ্যমে আলোচনার পথে সঙ্কট নিরসনের অব্যাহত আহ্বান জানিয়ে আসছেন।

Leave a comment