ইবি খুলে দেয়ার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি পেশকালে পুলিশি বাধা

কুষ্টিয়া প্রতিনিধি: দীর্ঘ ১১৩ দিন বন্ধ থাকা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে সাধারণ শিক্ষার্থীরা স্মারকলিপি দিতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। গতকাল সোমবার সকাল ১০টায় শিক্ষার্থীরা কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে যাওয়ার সময় ঝিনাইদহ সড়কের কাস্টমস মোড়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ বাস থামিয়ে তাদের নামিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থীরা মানববন্ধনসহ অবস্থান গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের সমবেত দু শতাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, বিনা উসকানিতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ স্মারকলিপি পেশকালে পরিকল্পিতভাবে পুলিশি বাধা দিয়ে প্রশাসনের নগ্নতাকেই প্রকাশ করেছে।

তারা আরও বলেন, আগামী ১৮ মার্চ ক্যাম্পাস খুলে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে ঘোষিত অনির্দিষ্টকালের অনশন কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করতে চাইলে তাতে হস্তক্ষেপ করেছে প্রশাসন। এ বিষয়ে মডেল থানার ওসি তদন্ত রবিউল ইসলাম জানান, আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এ আশঙ্কায় তাদের ক্যাম্পাসে যেতে দেয়া হয়নি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লোকমান হাকিম জানান, শিক্ষার্থীদের দাবি একেবারেই ন্যায়সঙ্গত; তবে কী কারণে পুলিশ তাদের বাধা দিয়েছে সে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব ব্যাপার।

Leave a comment