দামুড়হুদা প্রতিনিধি : দামুড়হুদা উজিরপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর আর্থিক আনুদানের চেক বিতরণ করেছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি ওই এলাকার ২৫ জন ক্ষতিগ্রস্তের মাঝে ৫০ হাজার টাকার (মাথাপিছু দু হাজার) আর্থিক অনুদানের চেক তুলে দেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহসভাপতি রবিউল হোসেন, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, অফিস সহকারী বদর উদ্দিন, ইউপি সদস্য আব্দুল খালেক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৮ আগস্ট রাতে উজিরপুর গ্রামে আকস্মিক ঘূর্ণিঝড়ে গ্রামের গাছপালা ভেঙে তছনছ হয় এবং প্রায় শতাধিক বাড়িঘর বিনষ্ট হয়।