সাবেক ছাত্রলীগ নেতা লাল্টুর জন্মদিন উদযাপন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম লাল্টুর ৩৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা অধিক বীজ উৎপাদন কেন্দ্রের রেস্টহাউজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জন্মদিন অনুষ্ঠান অতিথি ছিলেন অধিক বীজ উৎপাদন কেন্দ্রের ডিডি তাজুল ইসলাম, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. বেলাল হোসেন, আওয়ামী লীগ নেতা মহাসীন আলী, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার হাবলুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মতিয়ার রহমান মতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস হোসেন। অনুষ্ঠানের এক পর্যায়ে বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস হোসেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. বেলাল হোসেনের হাতে হাত দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। ইলিয়াস হোসেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শরিফুল ইসলাম শরিফ।

Leave a comment