গাংনীতে হেরোইনসহ মাদকব্যবসায়ী আটক

 

গাংনী প্রতিনিধি: ৪৫ গ্রাম হেরোইনসহ মাদকব্যবসায়ী মরজেল মণ্ডলকে (৩৮) আটক করেছে ৱ্যাব। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলা বাওট গ্রামে ওই অভিযান চালানো হয়। আটক মরজেল মণ্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে।

ৱ্যাব-৬ গাংনী ক্যাম্পসূত্রে জানা গেছে, হেরোইন বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার উৎপল রায় সঙ্গীয় ফোর্স নিয়ে বাওট গ্রামের মধ্যপাড়ার সড়কে অভিযান চালায়। এ সময় হাতেনাতে হেরোইনসহ আটক করা হয় মরজেলকে। গতকালই তার নামে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়।

Leave a comment