স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন ২০১৫-১৭ স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনালের আদেশের কপি গত রোববার চুয়াডাঙ্গা চেম্বার নিযুক্ত নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়। এরপর নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান এ নির্বাচনের তফসিল স্থগিত করেন।
গত ৯ মার্চ বাদী-বিবাদী উভয়পক্ষের শুনানি শেষে নির্বাচন স্থগিত রাখার রায় দেন এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান একে আজাদ। রায়ে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চুয়াডাঙ্গা চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন স্থগিত থাকবে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর চুয়াডাঙ্গা চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন ২০১৫-১৭’র তফসিল ঘোষণা করা হয়। এ নির্বাচনে ভোটগ্রহণের কথা ছিলো আগামী শুক্রবার ২০ মার্চ।