কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে কৃষি মেলার উদ্ধোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে ৩ দিনব্যাপি এ কৃষি মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরিফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস, গিয়াস উদ্দিন, মাহাবুবুর রহমান মামুন, নিয়াত আলী লালু, সাইদুর রহমান মিঠু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন। মেলার পূর্বে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।