ডিঙ্গেদহ প্রতিনিধি: ডিঙ্গেদহ কিন্ডারগার্টনের দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সোমবার ডিঙ্গেদহ কিন্ডারগার্টন চত্বরে অনুষ্ঠিত হয়। ডা. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিঙ্গেদহ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আবু সাঈদ বিশ্বাস, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার, শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ডা. আকবার আলী। শেষে প্রধান অতিথি বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন। বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রিমা শারমিন, দিশা ও শাউন রায়।