মেহেরপুরের গাংনীতে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

গাংনী প্রতিনিধি: মেহেরপুরে আন্তঃজেলা ডাকাত সর্দার হাউসকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার হাউস কাস্টদহ গ্রামের ইউনুছ আলীর ছেলে। তার বিরুদ্ধে গাংনী থানায় হত্যা মামলাসহ দেড় ডজন মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, হাউস মেহেরপুর আন্তঃজেলা ডাকাতদলের সর্দার। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ দেড়ডজন মামলা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে বিভিন্ন স্থানে ডাকাতি করে আত্মগোপন করে থাকতো। গতকাল নিজ বাড়িতে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই একরাম ও শঙ্কর ঘোষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a comment