গাংনীতে ২টি ককটেল উদ্ধার

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল দুটি উদ্ধার করে পানি-বালি ভর্তি পাত্রে থানায় নেয়। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, স্থানীয় লোকজন ককটেল দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। কোনো নাশকতামূলক কাজের জন্য সন্ত্রাসীরা এগুলো রেখে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a comment