ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ইসলাম রকিব: বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও দিনব্যাপি নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম ওবায়দুল ইসলাম জোয়ার্দ্দার, ট্রেজারার প্রফেসর আ. মোত্তালিব, রেজিস্ট্রার প্রফেসর হারুন-অর-রশিদ, সহকারী রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত, পরিচালক অর্থ প্রফেসর আ. মজিদ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা পরিষদ সদস্য আলী ইকবাল জোয়ার্দ্দার বাবু, সাংবাদিক ইসলাম রকিব, আ. রাজ্জাক, আলিম উদ্দিন লস্কর প্রমুখ। এরপর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটির নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও ভিসি প্রফেসর ড. এম ওবায়দুল ইসলাম জোয়ার্দ্দার।

শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর হয়ে কোর্টমোড় ও কবরী রোড দিয়ে পুনরায় পৌর কলেজ পাড়াস্থ বিশ্ববিদ্যালয় চত্বরে ফিরে যায়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর ৩০ পাউন্ড ওজনের কেক কাটা হয়। এ পর্বেও সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভিসি, উদ্যোক্তা পরিষদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীগণ উপস্থিত ছিলেন। একই সময়ে বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থীরা উন্মুক্ত মঞ্চে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিক্ষার্থীরা যেমন খুশি নৃত্য, গান, কবিতা, মুকাভিনয়, অভিনয়, কৌতুক উপস্থাপন করতে থাকে।

Leave a comment