মিয়ানমারের বোমাবর্ষণে চীনে নিহত ৪

মাথাভাঙ্গা মনিটর: চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে মিয়ানমার বিমানবাহিনীর নিক্ষিপ্ত বোমা বিস্ফোরণে চার চীনা নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার ইউনানের লিনকাঙ শহরের কাছে একটি আখখেতে বোমাটি বিস্ফোরিত হয় বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এ ঘটনায় আরো নয় চীনা নাগরিক নিহত হয়েছেন। গতকাল শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার জেরে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে বেইজিং। ফেব্রুয়ারি থেকে চীনা সীমান্ত সংলগ্ন মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলীয় কোকাং এলাকায় বিদ্রোহীদের সাথে লড়াই শুরু করেছে মিয়ানমার সরকারি বাহিনী। এরই এক পর্যায়ে মাত্র কয়েকদিন আগে মিয়ানমার বাহিনীর নিক্ষিপ্ত গোলা দিকভ্রষ্ট হয়ে চীনা সীমান্তের ভেতরে একটি বাড়িতে গিয়ে আঘাত করে। চীন ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলো। কিন্তু ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার চীনা সীমান্তের ভিতরে মিয়ানমার বাহিনীর বোমা হামলার ঘটনা ঘটলো। তবে চীনা সীমান্তের ভেতরে বোমাবর্ষণ করার বিষয়টি অস্বীকার করেছে মিয়ানমার। চীনের সাথে মিয়ানমারের ভুল বোঝাবুঝি তৈরি করতে বিদ্রোহীরা সচেতনভাবে এ ধরনের কিছু করে থাকতে পারে বলে দাবি করেছে দেশটি। ফেব্রুয়ারিতে কোকাংয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে মিয়ানমার বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে ওই এলাকার প্রায় লাখখানেক বাসিন্দা সীমান্ত পাড়ি দিয়ে চীনে গিয়ে আশ্রয় নিয়েছেন। এদের অধিকাংশই চীনা নৃগোষ্ঠীর মানুষ।