মুজিবনগর প্রতিনিধি: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সরকারি সফরে শ্রীলঙ্কা এবং মালেয়েশিয়া শিক্ষাসফর শেষে গতকাল শুক্রবার বিকেলে বাগোয়ান ইউনিয়ন পরিষদের আয়াজনে মুজিবনগর উপজেলার আনন্দবাস বাজারে চেয়ারম্যান আয়ুব হোসেনকে গণসংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে গ্রাম আওয়ামী লীগের সভাপতি কাশেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী। প্রধান বক্তা ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু। বক্তব্য রাখেন- সাবেক ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্কাচ আলী, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খ. ম জুয়েল, ইউপি সদস্য সোহরাব হোসেন, সোনাল উদ্দীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রোকন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ মিচকিন, আওয়ামী লীগের নেতা কুতুবউদ্দীন, নজরুল ইসলাম প্রমুখ।