কেরালা বিধানসভা রণক্ষেত্র : দু বিধায়ক হাসপাতালে

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের কেরালা বিধানসভা শুক্রবার রণক্ষেত্রে পরিণত হয়। এতে আহত হয়ে দু বিধায়ক হাসপাতালে ভর্তি হয়েছেন। মার্শালের ঘেরাটোপে অর্থমন্ত্রী কেএম মণি কোনোভাবে বাজেট পেশ করতে পেরেছেন। ৭ মিনিটের মধ্যে বাজেটের কিছু অংশ পড়েই হাল ছেড়ে দেন তিনি। তার বিরুদ্ধে কেরালায় বন্ধ থাকা বার খোলার লাইসেন্স দিতে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। বিরোধী এলডিএফ এবং বিজেপি আগেই ঘোষণা করেছিলো দুর্নীতিতে অভিযুক্ত অর্থমন্ত্রীকে বাজেট পেশ করতে দেয়া হবে না। গতকাল বৃহস্পতিবার থেকেই বিধানসভা ভবনের বাইরে বিরোধীদের হাজার হাজার সমর্থক জড়ো হয়। গতকাল অর্থমন্ত্রী মণি এবং তার কয়েকজন সহযোগী বিধাসভা চত্বরেরই থেকে যান। মণির ইস্তফার দাবিতে বিরোধীরাও অধিবেশন শেষে বিধানসভা এলাকায় অবস্থান নেন। শুক্রবার অর্থমন্ত্রী কেএম মণি বাজেট ভাষণ পড়া শুরু করতেই বিরোধী সদস্যরা জোরদার হট্টগোল শুরু করে দেন। এক পর্যায়ে বিরোধী এবং ক্ষমতাসীন ইউডিএফ সদস্যদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বিরোধীরা বিধানসভার আসবাবপত্রে ভাঙচুর চালিয়ে স্পিকারের চেয়ার ছুঁড়ে ফেলে দেন এবং কম্পিউটার ভেঙে ফেলেন। দুজন বিধায়ক মারাত্মকভাবে আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।