খালেদা ভদ্রভাবে গিয়ে আত্মসমর্পণ করবেন : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন। আমি আশা কররো উনি ভদ্রভাবে আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন। অন্যথায় দশের মানুষ তাকে ছেড়ে দেবে না। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলমান অবরোধ ও হরতালে সহিংসতায় দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের আর্থিকভাবে সহায়তা দেয়ার সময় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্তদের অভিশাপেই একদিন বিএনপি-জামায়াত শেষ হয়ে যাবে। খালেদা জিয়া অফিসে বসে বসে হুকুম দেন। আর তাদের ক্যাডার বাহিনী হামলা চালায়। এদিন ক্ষতিগ্রস্ত ২৭০ জন পরিবহন মালিকের মধ্যে ১৯৯ জনকে চেক দেয়া হয়। ক্ষতিগ্রস্তদের মোট ৫ কোটি ৮২ লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হবে। এছাড়া সহিংসতার আগুনে দগ্ধ হয়ে নিহত ৪ জনের পরিবারকে এবং আহত মোট ৩৩ জনকে চেক হস্তান্তর করা হয়। প্রত্যেককে ১০ লাখ টাকা করে পারিবারিক সঞ্চয়পত্রের চেক দেয়া হয়।