নোবেল পাচ্ছেন মালালা!

 

মাথাভাঙ্গা মনিটর: শান্তিতে নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই। শান্তি পুরস্কার বিষয়ক নোবেল কমিটির সংক্ষিপ্ত তালিকার প্রথমদিকে রয়েছে মালালার নাম। এতেই গুঞ্জন রটেছে মালালাই পাচ্ছেন শান্তিতে নোবেল। এজন্য তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগে এবং রাশিয়া ও বেলারুশের একাধিক মানবাধিকারকর্মীর সাথে। নিয়মানুযায়ী গত সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মাধ্যমে শুরু হবে ২০১৩ সালের ছয়টি শাখায় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সুইডেনের রাজধানী স্টকহোমে সোমবার  চিকিৎসায় নোবেলজয়ী বা নোবেলজয়ীদের নাম ঘোষণা করবে জুরি বোর্ড। শান্তি পুরস্কার বিষয়ক নোবেল কমিটি সম্ভব্য প্রার্থীর একটি তালিকা তৈরি করে। এবার শান্তিতে নোবেলের জন্য ২৫৯ জন মনোনয়ন পেয়েছেন। ২০০৯ সাল থেকে শান্তি পুরস্কার বিষয়ক নোবেল কমিটির তালিকা থেকে অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ক্রিস্টিয়ান বের্গ হার্পভিকেন একটি ছোট তালিকা তৈরি করেন। তার এবারের ছোট তালিকার প্রথম দিকের রয়েছে মালালার নাম।