স্টাফ রিপোর্টার: রহস্যের বেড়াজালে আটকে আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতার ও তার কার্যালয়ে তল্লাশি পরোয়ানা। ১৫ দিন আগে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা ও ১২ দিন আগের তল্লাশি পরোয়ানা বৃহস্পতিবার রাত পৌনে ৯টা পর্যন্ত গুলশান থানায় পৌঁছেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২৫ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৩’র বিচারক আবু আহমেদ জমাদার খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওইদিনই রেজিস্ট্রি ডাকযোগে ওই পরোয়ানা পাঠানো হয়েছে বলে আদালত সংশ্লিষ্ট সূত্র বৃহস্পতিবার জানিয়েছে।