ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় একটি খড়ির আড়তে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দু লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই শহরের আদর্শপাড়ার নুর ইসলামের খড়ির আড়তে আগুন ধরে যায়। এ সময় এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও এলাকাবাসী দু ঘণ্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রনে আনে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আব্দুর রউফ জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না। আগুনে প্রায় দু লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।