সীমান্ত এক্সপ্রেসে আগুন : চুয়াডাঙ্গা স্টেশনে নিয়ন্ত্রণ

 

স্টাফ রিপোর্টার: খুলনা থেকে সৈয়দপুরগামী রাতের সীমান্ত এক্সপ্রেস বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। এ ট্রেনের পাউয়ারকারের ট্রলির নিচে আগুন দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক চরমে রূপ নেয়। গতরাত ১টার দিকে চুয়াডাঙ্গা স্টেশেন ট্রেনটি পৌছুনোর পর আগুন নেভানো হয়।

কীভাবে আগুন ধরলো? এ প্রশ্নের জবাব খুঁজতে গেলে সীমান্ত এক্সপ্রেসের পরিচালক হাসান হাওলাদার বলেছেন, খুলনা থেকে ছেড়ে আসার পর ট্রেনটি ভালোভাবেই চলছিলো। দর্শনা স্টেশন অতিক্রমের পর ট্রেনের পাউয়ারকারের ট্রলির নিচের হট এক্সেলে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ব্রেক পড়ে যাওয়ায় ঘর্ষণে আগুন লেগেছে।

রাতে চুয়াডাঙ্গা স্টেশনে পাউয়ারকারটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়। এতে প্রায় দু ঘণ্টা সময় লেগে যায়।