অজ্ঞান পার্টির স্প্রে : অল্পের জন্য রক্ষা তিন লক্ষাধিক নগদ টাকা

যশোর থেকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ফেরার পথে ঝিনাইদহে বিপাকে আলুচাষি

 

স্টাফ রিপোর্টার: অল্পের জন্য রক্ষা পেয়েছে চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ বোয়ালিয়ার আলুচাষি রুহুল আমিনের তিন লক্ষাধিক নগদ টাকা। এ টাকা নিয়ে গতকাল যশোরের একটি কোল্ডস্টোরেজ থেকে ফেরার পথে অজ্ঞান পার্টির টার্গেটে পড়েন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্প্রে করে অসুস্থ করলেও তার নিকট থেকে অজ্ঞান পার্টির সদস্যরা টাকা হাতিয়ে নেয়ার সুযোগ পায়নি। বুদ্ধির জোরে ঝিনাইদহের এক আত্মীয়র সহযোগিতায় রক্ষা পান তিনি। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন রাখা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ বোয়ালিয়ার হায়দার আলীর ছেলে রুহুল আমিন (৩০) ক্ষেতের আলু রাখার জন্য যশোরে যান। সেখান থেকে ৩ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে বাসযোগে ফিরছিলেন। বাসে তার পিছু নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। ঝিনাইদহে পৌছুনোর আগেই তার নাকের কাছে স্প্রে করা হয়। তাতেই অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি আঁচ করে সহযাত্রীদের জানানোর পাশাপাশি বাড়িতে মোবাইলফোনে খবর দেন। বাড়ির লোকজন ঝিনাইদহের এক আত্মীয় দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন। রুহুল আমিন অজ্ঞান হওয়ার আগেই সেখানে পৌঁছান ঝিনাইদহের আত্মীয়। তিনি তাকে উদ্ধার করে মাইক্রোবাসযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। পথিমধ্যেই জ্ঞান হারান রহুল আমিন। তার নিকট থাকা ৩ লাখ ৩৫ হাজার টাকার একটিও খোয় যায়নি। এ তথ্য দিয়ে রুহুল আমিনের এক আত্মীয় আব্দুল মান্নান বলেছেন, অল্পের জন্য টাকাগুলোই শুধু রক্ষা পায়নি, ফুফা রুহুল আমিনও প্রাণে রক্ষা পেয়েছেন।