জীবননগরের মেদিনীপুর ও মহেশপুরের শ্রীনাথপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মেদিনীপুর ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ক্যাম্প কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বিজিবিএম এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীন জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তের হরিহরনগর ৬২/৯ এস পিলারের অদূরে আমবাগানে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে মেদিনীপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম ও বিএসএফ’র পক্ষে ভারতের ১৭৩ ব্যাটালিয়ের অধীন পুটিখালী ক্যাম্প কমান্ডার এসআই নরেন্দ্র শিং নেতৃত্ব প্রদান করেন। অপরদিকে গতকাল একই ব্যাটালিয়নের অধীন ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তের ৬১/১-এস পিলারের কাছে হালদারপাড়া মাঠে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন কুসুমপুর কোম্পানি কমান্ডার সুবেদার রুস্তম আলী ও বিএসএফ’র পক্ষে ১৭৩ ব্যাটালিয়নের ফতেপুর কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সার্ভেস কুমার।