কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি বাড়ি ভস্মীভূত : একজন দগ্ধ

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বাড়ি, দুটি গবাদি পশু পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় এক গৃহবধূ দগ্ধ হন। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোররাতের কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামের দিনমজুর আ. মান্নানের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে সেখানে থেকে একই পরিবারের উলাদ আলী, কালামসহ বেশ কয়েকজনের বাড়িতে আগুন লাগে। এ সময় আগুন নেভাতে গিয়ে গৃহবধূ রহিমা বেগম দগ্ধ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। এ সময় দুটি হালের বলদ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। দু ঘণ্টা চেষ্টার পর কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাড়ির সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনাস্থল ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার পরিদর্শন করেন।