কার্পাসডাঙ্গায় পেঁয়াজের বাম্পার ফলন : হিমাগার স্থাপনের দাবি

 

এমআর কচি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা এলাকায় পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে হাসির রেখা দেখা গেলেও সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় হতাশ তারা। দাবি উঠেছে একটি হিমাগার স্থাপনের।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বৃহত্তর এলাকা জুড়ে এ মরসুমে পেঁয়াজের ফলনও হয়েছে ভালো। প্রতি বিঘায় ১০০ থেকে ১১০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে বলে চাষিরা জানিয়েছে। পেঁয়াজ চাষি হুদাপাড়া গ্রামের মঈনউদ্দিন, আনসার, কার্পাসডাঙ্গা গ্রামের ইরশাদ আলী ও কোমরপুর গ্রামের মওলা বক্স জানান, পেঁয়াজের ফলন ভালো হয়েছে। তবে একসাথে ওঠার কারণে ন্যায্য মূল্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় প্রতি মণে উৎপাদনের খরচ হয় ৩-৪শ টাকা, এখন বাজার মূল্য ৫শ টাকা। পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা থাকলে আরো বেশি মূল্য পাওয়া যেতো। চাষিদের জোর দাবি একটি হিমাগার স্থাপন করা হোক কার্পাসডাঙ্গা এলাকায়।