আরব আমিরাতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে দ.আফ্রিকা

মাথাভাঙ্গা মনিটর: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৪৬ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এর মাধ্যমে এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে গেলো দলটি। গতকাল বৃহস্পতিবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ৩৪২ রানের টার্গেটে খেলতে নেমে ৪৭.৩ ওভারে  ১৯৫ রানে অলআউট হয় আরব আমিরাত। দলের পক্ষে প্যাটেল অপরাজিত সর্বোচ্চ ৫৭ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ফিলেন্ডার, মর্কেল এবং ডি ভিলিয়ার্স ২টি করে উইকেট লাভ করেন।

শুরুতে টস হেরে ব্যাটিঙে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪১ রান করে প্রোটিয়ারা। ৮১ বলে ৯৯ রান করেন এবি ডি ভিলিয়ার্স। এছাড়া শেষের দিকে ৩৩ বলে ঝড়ো ব্যাটিং চালিয়ে ৬৪ রান করেন ফারহান বেহারডিন। ইনিংসের শুরুতে তৃতীয় ওভারেই ফিরে যান হাশিম আমলা (১২)। মোহাম্মদ নাভেদের বলে আমজাদ আলির তালুবন্দি হন তিনি। ষোড়শ ওভারে বিদায় নেন কুইন্টন ডি কক (২৬)। আমজাদ জাভেদের বলে সাইলাইন হায়দারের গ্লাভসবন্দি হন তিনি। রাইলি রুশোর সাথে অর্ধশত রানের জুটি গড়েন কুইন্টন ডি কক। ১৯তম ওভারে মোহাম্মদ তৌকিরের নিজের বলে ক্যাচ ধরে রাইলি রোশোকে (৪৩) সাজঘরে ফেরান। এরপর এবি ভিলিয়ার্স ও ডেভিড মিলার জুটি দেখে শুনে ব্যাটিং করে ১০৮ রান যোগ করে। ব্যাটিং পাউয়ারপ্লে’র শুরুতে মোহাম্মদ নাভিদের বলে ব্যক্তিগত ৪৯ রানে আউট হন মিলার। ৪২.২ ওভারে কামরান শেহজাদের বলে শতরান থেকে ১ রান বাকি থাকতে আমজাদ জাভেদের হাতে ক্যাচ দেন ভিলিয়ার্স। মাঠ ছাড়ার আগে ডুমিনির সাথে অর্ধশতরানের জুটি গড়েন তিনি।