গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ৩

 

স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে ট্রেন-ট্রাক সংঘের্ষ ট্রেনের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাইজপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের নিগুয়ারী গ্রামের শিখর (২৫), একই জেলার গফরগাঁও উপজেলার মোস্তফা কামাল (৪০) এবং শ্রীপুর উপজেলার গোলাঘাট এলাকার জাহাঙ্গীর আলম (৩০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চোরাই গজারী গাছের পোড়ানো কয়লা ভর্তি ট্রাক রেললাইন ঘেঁষে দাঁড় করিয়ে চালক মোবাইলফোনে কথা বলতে বলতে অন্যত্র চলে যায়। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাক উল্টে যায় ও ট্রেনের হাতলে ঝুলে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের শ্রীপুর হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় টিটু, মকবুল ও জুয়েলকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। শ্রীপুর থানার ওসি মহসিন উল কাদির তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত ডাক্তার আফরোজা শারমিন জানান, আহতদের মধ্যে তিনজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।