স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী দু নারীসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের মৃত আয়নুল হকের স্ত্রী বিহারোন বেওয়া (৬৫), একই গ্রামের আজগর আলীর স্ত্রী সুফিয়া বেগম (৪২) এবং সুঘাট গ্রামের আজিজুল হকের ছেলে দেল হোসেন (৪০)।