যুক্তরাষ্ট্রের ফার্গুসনে দু পুলিশ কর্মকর্তাকে গুলি
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের মিজৌরি স্টেটের ফার্গুসনে দু পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়েছে। সেন্ট লুইস কাউন্টির পুলিশ প্রধান জন বেলমার জানিয়েছেন, একজন পুলিশ কর্মকর্তার মুখে ও অপর পুলিশ কর্মকর্তার কাঁধে গুলি লেগেছে। তিনি আরো জানান, তাদের দুজনেই অত্যন্ত গুরুতর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক প্রতিবেদনে ফারগুসনে পুলিশের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের প্রমাণ মেলার কথা উঠে আসার পর ফার্গুসনের পুলিশ প্রধান পদত্যাগ থমাস জ্যাকসন পদত্যাগ করেন। আর এর পরপরই এ ঘটনা ঘটলো। আদালতের ওই বিবরণ প্রকাশ হওয়ার পর বুধবার রাতে ফার্গুসনের পুলিশ সদরদপ্তরের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হন। শুরুতে সেই বিক্ষোভ তেমন উত্তেজনা না ছড়ালেও মধ্যরাতের পর বিক্ষোভকারীদের মধ্য থেকে তিনটি গুলি ছোঁড়া হয় বলে বেলমার জানিয়েছেন। তিনি মনে করেন, গুলিগুলো তার পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করেই ছোঁড়া হয়েছে। একজন বিক্ষোভকারী কিথ রোজ বলেন, একজন পুলিশ কর্মকর্তাকে তিনি রক্তে মাখামাখি অবস্থায় দেখেছেন। অন্য পুলিশ কর্মকর্তারা তাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছিলেন। কয়েক মাস আগে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোর নিহতের ঘটনায় পদত্যাগের দাবি উঠেছিলো জ্যাকসনের। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে কয়েক সপ্তার বিক্ষোভের পর ফার্গুসনে এ তদন্ত শুরু হয়।