স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জুন মাসের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি (ডিসিসি) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে নির্বাচনপূর্ব পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রকিবউদ্দিন বলেন, চলতি মাসেই ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে চট্টগ্রাম এবং ঢাকার নির্বাচন একইদিনে হবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই মুহূর্তের পরিস্থিতির ওপর নির্ভর করবে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না। সবার অংশগ্রহণে ভালো নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।