টিপ্পনী

 

খবর:(চুয়াডাঙ্গায় রাস্তার ওপর নির্মাণ সামগ্রী রাখাসহ পৃথক কারণে ৫ জনকে জরিমানা)

 

রোডের ওপর যায় না চলা

হাজার রকম জিনিস,

সামান্য আনমনা হলেই

পুরো খতম ফিনিস।

 

একটা কথাও যায় না বলা

কোথায় দেবেন নালিশ,

ওদের নামে কেউ করে না

কোনো বিচার সালিস।

 

দখল করে রাস্তা যত

ওরা বাধায় ফাইট,

জেল-গুণগার হলে ঠিকই

থাকে কঠিন টাইট।

 

-আহাদ আলী মোল্লা