মাথাভাঙ্গা মনিটর: ইন্দোনেশিয়ায় এক নারী তার বাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। বিজ্ঞাপনটি গণমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বিজ্ঞাপনে তিনি বলেছেন, বাড়ি কিনলেই তাকে বিয়ে করতে পারবেন ক্রেতা। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ৪০ বছর বয়সী উইনা লিয়া। বাড়িতে আছে দুটি বেডরুম, দুটি বাথরুম, পার্কিঙের স্থান এবং মাছের পুকুর। বিজ্ঞাপনে থাকা এগুলো ক্রেতাদের তেমন আকর্ষণ করেনি। কারণ এরপরই ছিলো- বাড়ির ক্রেতা ইচ্ছা করলে তাকে বিয়ের প্রস্তাব দিতে পারবেন। এছাড়া বিভিন্ন শর্ত আছে বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু শর্তগুলো সম্পর্কে কিছু বলেননি তিনি। তবে তিনি যে দু সন্তানের জননী এবং বিধবা সেটি উল্লেখ করেননি। বাড়িটি জাভা দ্বীপের সেলেমান নামক স্থানে অবস্থিত। এর বিক্রয়মূল্য ধরা হয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় সাড়ে ৫৮ লাখ। বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনার পর পুলিশ গিয়ে উইনাকে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি পুলিশকে জানিয়েছেন, এই ধারণাটা তার নয়। তার এক বন্ধুই তাকে এ বুদ্ধি দিয়েছেন। কারণ আমি বিয়ে করতে চাই। ফলে অবিবাহিত পুরুষ হলে তাকে বিয়ে করার ইচ্ছা আছে আমার, যদি সেই পুরুষটি চান।