হরতাল-অবরোধে ওষুধ সঙ্কটে হারদী স্বাস্থ্যকমপ্লেক্স : ৪৮টি ওষুধের মধ্যে মিলছে ৩টি

আলমডাঙ্গা ব্যুরো: হরতাল-অবরোধে ওষুধ সঙ্কটে পড়েছে আলমডাঙ্গার হারদী হাসপাতাল। ৪৮টি ওষুধের মধ্যে এখন মিলছে ৩টি ওষুধ। ফলে এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মান নিম্নমুখি হয়ে পড়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার সবচে বড় উপজেলা আলমডাঙ্গার একমাত্র হারদী স্বাস্থ্যকমপ্লেক্সটির সেবার মান অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। হাসপাতালটিতে রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ প্রদানের যে তালিকা দেয়া হয়েছে, তাতে ৪৮টি ওষুধের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১১টি সিরাপ। এগুলো হলো- প্যারাসিটামল, কট্রিমক্সাজল, অ্যামক্সাসিলিন, হিস্টাসিন, ইরাইথোমাইছিল, সালবিউটামল, ক্লোরোকুইন, বেবি জিংক, কোল্কসাসিলিন, অ্যাজিথ্রোমাইসিন ও সিপ্রোফ্লক্সাসিন। ক্যাপসুল রয়েছে- এমক্সাসিলিন, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, ইন্ডোমেথাসিন, কোল্কসাসিলিন, অ্যাম্পিসিলিন, ওমিপ্রাজল ও ভিটামিন-এ। এছাড়া আই ওয়েন্টমেন্ট, আই ড্রপ, হোয়াইটফিল্ড ওয়েন্টমেন্ট, স্কিট ওয়েন্টমেন্ট, জনসন ভায়োসেট ও বেনজিল বেনজোয়ালেট লোশন। ২৩টি ট্যাবলেটের নাম রয়েছে। এগুলো হচ্ছে- প্যারাসিটামল, এন্টাসিড, কোট্রিমক্সাজল, মেট্রোনিডাজল, হিসটাসিন, পেনিসিলিন, ফলিক-সালফেট, বি-কমপ্লেক্স, লিভামিসল, সালবিউটামল, রেনিটিডিন, ডাইক্লোফেন, নেলিড, এলবেনডাজল, বেবি জিঙ্ক, লেসিক্স, লিভোসিটরিজিন, ইরাইথোমাইসিন, হাইয়োমিন-বিউটামেরিড।
অথচ এ ওষুধের মধ্যে হারদী স্বাস্থ্যকমপ্লেক্স থেকে বর্তমানে ৩টি ওষুধ রোগীদের বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এ ৩টি ওষুধ হলো- কট্রিমক্সাজল, মেট্রোনিডাজল ও সালবিউটামল। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রয়োজনীয় ওষুধ নিতে ছুটে যাওয়া হতদরিদ্র রোগীদের মধ্যে খুব কম সংখ্যকই ওষুধ নিয়ে বাড়ি ফিরছেন। তবে এদের বেশির ভাগেরই শূন্য হাতে বাড়ি ফিরতে হচ্ছে ওষুধ সঙ্কটের কারণে। অবরোধ-হরতালে সময়মতো চাহিদামাফিক ওষুধ সাপ্লাই না পাওয়ার কারণে রোগীদের সেবার মান এতো নিম্নমুখি হয়ে পড়েছে বলে জানা গেছে।
গতকাল সরেজমিন ঘুরে দেখা গেছে, এ ৩টি ওষুধ রোগীকে প্রদান করতে দেখা গেছে। শুধু কী ৩টি ওষুধই হাসপাতালে আছে? এমন প্রশ্ন করলে স্টোরকিপার বলেন, আরও কয়েকটি ওষুধ আছে। তবে তা কী কী তার নাম বলেননি তিনি। এ বিষয়ে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সের টিএইচও ডা. আবু মোহাম্মদ জহুরুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ৩টি ওষুধ না, আরও ২-১টি রয়েছে। তবে গতকাল শুধু ৩টি দেয়া হয়েছে। হরতাল-অবরোধের কারনে ওষুধ সাপ্লাই নেই। গত সপ্তায় ট্রাকে করে ওষুধ পৌঁছে দেয়া হয়েছে।