শামসুজ্জামান দুদুকে রাখা হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতে

স্টাফ রিপোর্টার: শামসুজ্জামান দুদুর গ্রেফতারের দু মাস পূর্ণ হয়েছে গতকাল। গ্রেফতারের পর রিমান্ডেই কেটেছে ১৬ দিন। আসা-যাওয়ায় আরও কয়েক দিন। বর্তমানে তাকে রাখা হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ১ নং হাজতে। তার বিরুদ্ধে মামলার সংখ্যা প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১৫টি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কৃষকদলের কেন্দ্রীয় মহাসচিব চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুকে গত ১১ জানুয়ারি রাতে মিরপুর থানা পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে শুরু হয় একের পর এক মামলায় রিমান্ডের আবেদন। তাকে কয়েক দফায় পৃথক মামলায় ১৬ দিনের রিমান্ডে নেয়া হয়।
পল্টন থানায় ৬টি, মিরপুর থানায় ৩টি, রূপনগর থানায় একটি, পল্লবী থানায় ৪টি ও কাফরুল থানায় ১টি মোট ১৫টি মামলার তথ্য পাওয়া গেছে। রিমান্ডে নিয়ে নাশকতামূলক কাজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।